- Get link
- X
- Other Apps
পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুসএএফ....
ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, আজকাল ছোট ও বড় দলের মধ্যে তিনি পার্থক্য দেখেন না। মাতুরিনে কোচের সেই কথাই যেন প্রমাণ করল ব্রাজিল!
ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও ফিরতে হয়েছে সমতায়। এমনকি মিলেছিল পেনাল্টিও। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র গোল করতে পারেননি। উল্টো যোগ করা সময় মিলিয়ে ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা। তবু গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয় দরিভালের দলকে।ফলো করুন
পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস
পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুসএএফপি
ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, আজকাল ছোট ও বড় দলের মধ্যে তিনি পার্থক্য দেখেন না। মাতুরিনে কোচের সেই কথাই যেন প্রমাণ করল ব্রাজিল!
Mmmm
ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও ফিরতে হয়েছে সমতায়। এমনকি মিলেছিল পেনাল্টিও। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র গোল করতে পারেননি। উল্টো যোগ করা সময় মিলিয়ে ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা। তবু গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয় দরিভালের দলকে।
আরও পড়ুন
জাতীয় দলের খেলা এড়াতে ফুটবলাররা কি চোটের অভিনয় করছেন
২১ ঘণ্টা আগে
জাতীয় দলের খেলা এড়াতে ফুটবলাররা কি চোটের অভিনয় করছেন
৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের দারুণ শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে এটা তাঁর প্রথম গোল। কিন্তু বেশিক্ষণের জন্য এগিয়ে থাকতে পারেনি দরিভালের দল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ড বক্সের মাথা থেকে জোরাল শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।
গতিময় এ ম্যাচে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। তাঁকে ফেলে দেওয়ার পর ভিএআরে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে ভিনিসিয়ুসের শট ঠেকিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেছেন রোমো। বাঁ দিকের পোস্টে ডান পায়ের দুর্বল শট নিয়েছিলেন ভিনি। রোমো ঠেকানোর পর ফিরতি বলে ভিনি শট নিয়েছেন পোস্টের বাইরে।
জ
য়ের জন্য শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের চতুর্থ ও সপ্তম মিনিটে ভিনিসিয়ুস ও এস্তেভাওয়ের দুটি চেষ্টা রুখে দেয় ভেনেজুয়েলার রক্ষণ। তার আগেই অবশ্য ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস।
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment