ফিরে দেখা ২০২৪: হারালাম যেসব আলেমকে
আরেকটি বছর বিদায় নিচ্ছে। হারিয়ে যাচ্ছে আমাদের জীবনের আরও একটি অধ্যায়। নতুন বছরের আগমনে যেমন আনন্দ ও উদ্দীপনার জোয়ার বয়ে যায়, তেমনি বিদায়ী বছরের স্মৃতি আমাদের মনে কেমন যেন এক ধরনের শূন্যতার অনুভূতি জাগায়। প্রতিটি বছরই তার নিজস্ব গল্প বয়ে আনে; সুখ-দুঃখ, হাসি-কান্না, উৎসব আর শোকের মিশেলে ভরা থাকে সময়ের এই
২০২৪ সালও এর ব্যতিক্রম ছিল না। এ বছরটি নানা ঘটনায় সমৃদ্ধ ছিল, যা আমাদের জীবনে রেখেছে গভীর প্রভাব। তবে এর মাঝে শোকের ছায়া নেমে এসেছে দেশের বরেণ্য আলেমদের বিদায়ের মধ্য দিয়ে। এ বছর আমরা হারিয়েছি এমন কিছু প্রাজ্ঞ আলেমকে, যাদের অবদান জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজকের আলোচনায় আমরা তুলে ধরব ২০২৪ সালে আমাদের ছেড়ে যাওয়া সেই মহান আলেমদের কথা, যাদের জীবন ও কর্ম আমাদের জন্য ছিল আলোকবর্তিকা।
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
২০২৪ সালের ১৯ জানুয়ারি বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী (৮২) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি গণভবন ও সচিবালয়ের সাবেক ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও সম্পাদক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। ইসলামের খেদমতে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে কম মুসলিম জনসংখ্যার ৫ দেশ
মাওলানা আশেকে এলাহী
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী ইন্তেকাল করেছেন ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি। দেশের ইলমি অঙ্গন হারিয়েছে প্রবীণ আলেমকে। দীর্ঘদিনের শিক্ষকতায় তিনি রেখে গেছেন এক বিশাল ইলমি উত্তরাধিকার। মাওলানা আশেকে এলাহি ইব্রাহীমী দেশের প্রবীণ আলেমদের একজন। তিনি দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকতা করে আসছিলেন। দেশ-বিদেশে তার হাজারো সাগরেদ, ভক্ত ও মুহিব্বীন রয়েছে।
মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের ন্যাশনাল হসপিটাল চট্রগ্রাম এন্ড সিগমা ল্যাব লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দার্শনিক আলেম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস মানতেকি রহ. (ইন্না লিল্লাহি ...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মঈনুল ইসলাম হাটহাজারী, জামিয়া ইসলামিয়া পটিয়া ও দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া মাদ্রাসায় তাফসির ও ইসলামি দর্শনশাস্ত্র পড়িয়েছেন। তার জানাজার নামাজ হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও খ্যাতনামা ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান ২০২৪ সালের ৪ মার্চ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা এই আলেম ব্যক্তিজীবনে ৫ কন্যা ও ২ ছেলের জনক।
কর্মজীবনে তিনি রাজখালি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ নির্বাচনে অংশ নেন। তার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রুহের মাগফিরাত কামনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী।
মাওলানা মফিজুল ইসলাম
জামিয়া মাদানিয়া বারিধারার ১৯৯৬ সালের ফারেগ হযরত মাওলানা মফিজুল ইসলাম ইন্তেকাল করেছেন ২০২৪ সালের ১৫ মার্চ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি তার ছেলে তরুণ ওয়ায়েজ মাওলানা উবায়দুর রহমান হুজায়ফী এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন। ১৬ মার্চ বাদ জোহর নিজ এলাকা ধর্মশুর হামীদিয়া মাদ্রাসা, কেরানীগঞ্জ, রোহিতপুর, ঢাকায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন আল্লামা আব্দুল হামীদ, পীর সাহেব মধুপুর। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী বড় মাদ্রাসার সাবেক শাইখুল হাদীস আল্লামা আব্দুল মাজীদ, তাতিবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ ফারুক, মুফতি মিসবাহ, খুলনা, মুফতি হাবিবুর রহমান আদীব

Comments
Post a Comment