বিতর্কিত উদযাপন এবং ফ্রেঞ্চ সমর্থকদের নিয়ে মুখ খুললেন মার্কিনের
২০২২ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনার অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। খেলার মাঠে মার্টিনেজের এমন বীরত্বের গল্প আছে আরও। তবে মাঠে অনেক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়ে থাকেন তিনি। এমনই এক সমালোচনার মুখে মার্টিনেজ পড়েছিলেন ২০২২ বিশ্বকাপের সময়।
২০২২ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার
জিতেছিলেন মার্টিনেজ। পুরস্কারটি জেতার পর অশ্লীল একটি অঙ্গভঙ্গি করে আলোচনায় আসেন এই তারকা। মার্টিনেজের ওই আচরণে তার ওপর চটেছিল ফাইনালে হেরে যাওয়া প্রতিপক্ষ ফ্রান্সের সমর্থকরা। এমনকি ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনও তার শাস্তির দাবি তুলেছিল।
ফুটবল বিশ্বকাপ শেষের প্রায় ২ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও মার্টিনেজের প্রতি ফ্রেঞ্চ ভক্তদের দৃষ্টিভঙ্গি আগের মতোই। সম্প্রতি এই বিষয় নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, 'ফ্রেঞ্চ সমর্থকরা দারুণ। কিন্তু ফুটবলে তারা প্রতিদ্বন্দ্বী কারণ তারা ভালো দল। কিছু সময় তারা সব সীমা অতিক্রম করে ফেলে। খেলোয়াড়দের উচিত একে অপরকে সম্মান করা।'
আরও পড়ুন: উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের স্কোয়াডে দুই পরিবর্তন
তিনি আরও বলেন, 'আমার ফ্রান্সের প্রতি ঘৃণা নেই। ফুটবল মাঠে যা ঘটে, সেটা ফুটবলের মাঠেই থাকুক। কিন্তু আমি বিশ্বাস করি খেলোয়াড়দের মধ্যে সম্মানবোধের সম্পর্ক থাকা উচিত।
'
নিজের সেই বিতর্কিত উদযাপন নিয়ে মার্টিনেজ বলেন, 'সেটা অনেক আনন্দের মুহূর্ত ছিল। একটা দুই সেকেন্ডের মজা। এটাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয়েছে।'

Comments
Post a Comment